Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মার্চে আবার মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৯:৪২ AM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৯:৪২ AM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর এখন ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে ভারতীয় দল। ওয়ানডে সিরিজ দিয়েই শেষ হবে কোহলিদের অস্ট্রেলিয়া সফর। তবে বিশ্বকাপ শুরুর আগে ভারত ও অস্ট্রেলিয়া আবারো ক্রিকেট মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে সেটি হবে ভারতের ঘরের মাটিতে। 

মূলত অস্ট্রেলিয়ায় কোহলিরা ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১২ জানুয়ারি থেকে। অজিভূমিতে তিন ম্যাচের ওয়ান ডে’র পরীক্ষা ‘মেন ইন ব্লু’-র এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সফর শুরু ২৩ জানুয়ারি থেকে৷ সেই সফর থেকে ঘরের মাঠে অজিদের মুখোমুখি হয়ে বিশ্বকাপের মহড়া সারবে কোহলিব্রিগেড৷

প্রাক বিশ্বকাপ প্রস্তুতি পর্বে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি ওয়ান ডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে রোহিত-ধাওয়ানরা৷ ২৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে অজিদের ভারত সফর শুরু হচ্ছে৷ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচ হবে ২৭ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে৷ ২ মার্চ থেকে শুরু হবে ওয়ান ডে সিরিজ৷

এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি রয়েছে ২ মার্চ (হায়দরাবাদ), ৫ মার্চ (নাগপুর), ৮ মার্চ (রাঁচি), ১০ মার্চ (মোহালি) ও ১৩ মার্চ (নয়াদিল্লি)। এই ম্যাচগুলো প্রতিটাই দিন-রাতের। যা শুরু হবে দুপুর একটায়। এই ওয়ানডে সিরিজের পরই রয়েছে আইপিএল। যা শুরু হচ্ছে ২৩ মার্চ।

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের আগে সবমিলিয়ে ১৩টি ওয়ান ডে ম্যাচে নিজেদের শক্তি পরীক্ষা করতে নিতে পারবে কোহলির ভারত৷ 

Bootstrap Image Preview