Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাধ্য হয়ে বিপিএল ছাড়ছেন পাকিস্তানের দুই তারকা খেলোয়াড় !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৫:৪৫ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০৭:০৩ PM

bdmorning Image Preview


চলতি মাসের ১৯ তারিখ থেকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারী পাকিস্তান। আসন্ন এই সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষনা  করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের  ১৬ সদস্যের এই দলে আছেন চলতি বিপিএল খেলা শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। তাই বিপিএল শেষ না করেই ওয়ানডে সিরিজ খেলার জন্য দক্ষিণ আফ্রিকায় দলের সাথে যোগ দেওয়ার জন্য তাদের উড়াল দিতে হবে খুব শীঘ্রই।

বিপিএলে  শোয়েব মালিক খেলছেন কুমিল্লা ভেক্টোরিয়ান্সের হয়ে। অন্যদিকে মোহাম্মদ হাফিজ খেলছেন রাজশাহী কিংসের হয়ে। ব্যাট হাতে এখনো এই দুই ব্যাটসম্যান বড় কিছু করে দেখাতে পারেননি। এখন পর্যন্ত তাঁরা দুটি করে ম্যাচ খেলেছেন। হয়তো দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে তাঁরা আর দুটি ম্যাচ খেলতে পারেন। তাঁর পরেই শেষ হয়ে যাবে তাদের বিপিএল মিশন। আগামীকাল বিপিএলের ১০তম ম্যাচে সন্ধ্যা সাড়ে সাড়ে ৬টায় মুখোমুখি হবে মালিকের কুমিল্লা ও হাফিজের রাজশাহী।

পাকিস্তান ওয়ানডে স্কোয়াড : সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হুসেন তালাত, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহিন আফ্রিদী, শন আফ্রিদী, শোয়েব মালিক, উসমান শিনওয়ারি।

উল্লেখ্য,আগামী ১৯ জানুয়ারি থেকে পোর্ট এলিজাবেথে পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে। পরের ম্যাচগুলো যথাক্রমে ২২ জানুয়ারি ডারবানে, ২৫ জানুয়ারি সেঞ্চুরিয়ানে, ২৮ জানুয়ারি জোহানেসবার্গে ও ৩০ জানুয়ারি কেপ টাউনে অনুষ্ঠিত হবে।
 

Bootstrap Image Preview