Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের চেয়েও শক্তিশালী বাংলাদেশের পাসপোর্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৩:০৮ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০৩:০৮ PM

bdmorning Image Preview


বিদেশ ভ্রমণ নিয়ে গবেষণাকারী সংস্থা হেলনি পাসপোর্ট ইনডেক্স ২০১৯ সালের যে সূচক প্রকাশ করেছে, তাতে দেখা গেছে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের পার্সপোর্ট শক্তিশালী।

বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ৪১টি দেশ ভ্রমণ করতে পারে। আর পাকিস্তানের পাসপোর্টধারীরা পারে ৩৩টি দেশ ভ্রমণ করতে।

সম্প্রতি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ৯৭। আর পাকিস্তানের অবস্থান ১০২।

শুধু তাই নয়, সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্টধারী দেশের মধ্যে যে পাঁচটি দেশ রয়েছে, তার মধ্যে পাকিস্তানের অবস্থান তৃতীয়।

এই তালিকায় প্রথমে যৌথভাবে রয়েছে আফগানিস্তান ও ইরাকের নাম। এই দুই দেশের নাগরিকরা ভিসা ছাড়া ৩০টি দেশ ভ্রমণ করতে পারে। ৩২টি দেশ ভ্রমণ করতে পারা সোমালিয়া ও সিরিয়া যৌথভাবে রয়েছে দ্বিতীয় স্থানে।

চতুর্থ স্থানে রয়েছে ইয়েমেন। দেশটির নাগরিকরা ৩৭টি দেশ ভ্রমণ করতে পারে। আর পঞ্চম স্থানে থাকা ইরিত্রিয়ার নাগরিকরা ৩৮টি দেশ ভ্রমণ করতে পারে।

অন্যদিকে, তালিকার শীর্ষস্থানে এককভাবে রয়েছে জাপানের নাম। দেশটির নাগরিকরা ১৯০টি দেশ ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে।

Bootstrap Image Preview