Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিরপুরে বাসায় অভিযান, ১২ লক্ষ ৯৫ হাজার জাল টাকা উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ০৫:২১ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ০৫:২১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজধানীর মিরপুর থানা এলাকা হতে বিপুল পরিমাণ জাল টাকাসহ জীবন আহম্মেদ পলাশ (৩২) ও মোঃ আরিফ শেখ (২২) নামে দু’জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি টিম।

০৮ জানুয়ারি, ২০১৯ রাত ৯.০৫ টায় মিরপুর মডেল থানাধীন পাইকপাড়া আহম্মদ নগর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সিটিটিসি ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ফেইক কারেন্সী নোট টিম।

এ সময় তাদের কাছ থেকে ১২ লক্ষ ৯৫ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে জীবনের বাড়ি বগুড়া সদর থানার রহমান নগর জিলাদার পাড়া গ্রামে এবং আরিফের বাড়ি মাদারীপুরের শিবচর থানার পোড়ারটেক সাহেবের বাজার এলাকায়। তারা দু’জনে মিরপুর থানার পাইকপাড়া আহম্মদ নগর এলাকায় বসবাস করত।

 

তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview