অস্ট্রেলিয়ায় মাটিতে টেস্ট সিরিজ জয় (২-১), সেটাও ৭০ বছরে প্রথমবার। ভারতীয় দলের এই সাফল্যে আপ্লুত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তাই বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে ভাতীয় দলকে বোনাস দেওয়া হবে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডে যে যে ক্রিকেটাররা ছিলেন, তাঁরা প্রত্যেকেই বোনাস পাবেন। একটি ম্যাচ খেলে ভারতীয় ক্রিকেটার যে পরিমান পারশ্রমিক পান সেই টাকাটাই বোনাস হিসেবে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
টেস্ট সিরিজে প্রতিটি ম্যাচে প্রথম একাদশে খেলা প্রত্যেক প্লেয়ার ম্যাচ প্রতি ১৫ লাখ টাকা করে পাবে। শুধু তা-ই নয়, বোর্ডের তরফে জানানো হয়েছে, 'রিজার্ভ বেঞ্চের প্লেয়াররা সাড়ে ৭ লাখ টাকা করে পাবেন। কোচেরা পাবেন ২৫ লাখ টাকা। আর কোচ নন, অথচ দলের সাপোর্ট স্টাফ যাঁরা, তাঁরাও আর্থিক পুরস্কার পাবেন।'
বোনাসে টাকার অঙ্ক হিসাব করলে দেখা যাচ্ছে ক্রিকেটারদের চেয়ে বেশি বোনাস পাচ্ছে ভারতীয় দলের কোচেরা। একাদশে খেলা ক্রিকেটাররা ১৫ লাখ করে পেলেও কোচরা তার চেয়ে ১০ লাক্ষ বেশি অথাৎ ২৫ লাখ বোনাস পাবেন।