Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে সরিষার ভাল ফলনে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা কৃষকদের 

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ১২:৫২ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ১২:৫২ PM

bdmorning Image Preview


মাদারীপুর জুড়ে এখন সরিষা ফুলে ফুলে ঢেকে গেছে ফসলের মাঠ। চারদিকে শুধু সরিষা ফুলের মৌ মৌ সুবাস ভেসে আসে। সরিষার এমন আবাদ দেখে কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। কৃষকরা বলছেন, বাজারে ভালো দাম পেলে গত মৌসুমে ধানের দাম না পাওয়ার ক্ষতি এবার সরিষা দিয়ে পুষিয়ে নিতে পারবেন। 

মাদারীপুর জেলা কৃষি অধিদপ্তর ও সরেজমিন ঘুরে জানা গেছে, চলতি মৌসুমে মাদারীপুর জেলার ৪ টি উপজেলায় ১৩ হাজার ৮’শ হেক্টর জমিতে দেশী জাতের মাঘী, ধলী উন্নত জাতের বারি-১৪, বারি-১৫ জাতের সরিষার আবাদ করা হয়েছে। গত বছর এই আবাদের পরিমান ছিলো ১০হাজার হেক্টর। সে হিসেবে মাদারীপুরে আবাদ বেড়েছে ৩হাজার হেক্টর জমিতে।

মাদারীপুরের অধিকাংশ ফসলের মাঠে এবছর প্রচুর পরিমানে সরিষা আবাদ করা হয়েছে। যে দিকে চোখ যায় শুধু হলুদ রংয়ের সরিষার ক্ষেত চোখে পড়ে। তাকালেই যেন সরিষা ফুলের সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়। 

মাদারীপুর সদর উপজেলার চাষী আব্দুর রাজ্জাক, মোতালেব হাওলাদার, আজিজুল হাওলাদার, আলাউদ্দিন হাওলাদারসহ একাধিক চাষী জানান, সরিষার ভালো ফলন হলে গত ধানের মৌসুমে বাজারে ভাল দাম না পাওয়ায়। এবার সরিষা দিয়ে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবো। 

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিএমএ গফুর বলেন, সরিষা চাষে কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত উদ্বুদ্ধকরণ করে থাকে। উৎপাদন বৃদ্ধির জন্যও কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

Bootstrap Image Preview