Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাভারে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, বিজিবি মোতায়ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ১২:৪৮ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ০১:০২ PM

bdmorning Image Preview


রাজধানীর সাভারে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে ফের পুলিশের সংর্ঘষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কয়েকজন শ্রমিক।

আজ বুধবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা-আরিচা সড়কে দফায় দফায় সংর্ঘষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নতুন মজুরি কাঠামোর বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে উলাইল এলাকায় অবস্থিত আল-মুসলিম নামে পোশাক কারখানার শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

শ্রমিকদের অভিযোগ- নতুন মজুরি কাঠামোতে বৈষম্য, হাজিরা-বোনাস ও বিনা কারণে শ্রমিক ছাঁটাই যেন না করে এ দাবিগুলো কারখানার মালিককে তারা অবগত করতে চায়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের অভিযোগ না শুনেই সোমবার তাদের ছুটি দিয়ে দেয়। এই সব দাবি নিরসন না হলে তারা কাজে যোগ দেবে না বলে জানায়।

আজ সকাল থেকেই সাভারে সড়ক অবরোধ করে বিক্ষভ করছে পোশাকশ্রমিকরা। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঢাকা-১ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি সানা সামিনুর রহমান বলেন, শ্রমিকরা রাস্তা অবরোধের চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি বলেন, সাভার আশুলিয়া মিলিয়ে প্রাই ১৩টি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করছে।

Bootstrap Image Preview