Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বছেরর শুরেতেই ৩১ হাজার মামলা, জরিমানা ১ কোটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ১২:৩৭ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ১২:৩৭ PM

bdmorning Image Preview


২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি এই সাত দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩১ হাজার ৫৪৫ টি মামলা ও ১ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

এছাড়াও এ সময় ১২০টি গাড়ি ডাম্পিং ও ৬০৪৬টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখিত মামলা ও জরিমানা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৫৭৪০টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৫৬৩টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৪৭টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১০০টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক বিভাগ।

ট্রাফিক সূত্রে আরো জানা যায়, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৩৭৯৯টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ২০২১টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১০৯টি মামলা দেওয়া হয়। ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ থেকে দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়।

Bootstrap Image Preview