বিপিএলে জুয়া খেলা নতুন কিছু নয়। কঠর সতর্কতা থাকলেও মাঠ থেকে প্রায় প্রতি বিপিএলেই অনেক জুয়াড়ি আটক হন।
চলতি বিপিএলে তাঁর ব্যতিক্রম হয়নি। মাঠে কঠর নিরাপত্তা থাকলেও তার মধ্য দিয়ে জুয়াড়িদের তৎপরতা চলছে। গত ছয় ম্যাচে মিরপুরের মাঠ থেকে ১৫ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ভারতীয়দের সংখ্যা বেশি।
প্রথম দুই ম্যাচে ১০ জুয়াড়ি আটক করে পুলিশ। গতকাল পাঁচ জনকে আট করেছে। এই পাঁচজনই ভারতীয়। আতোকের পর তাদের শাস্তিও দিয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ভ্রাম্যমাণ আদালত।এই পাঁচ ভারতীয় জুয়াড়িকে জরিমানা করেছেন ৪ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা। এছাড়াও তাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানা গিয়েছে।শুধু তাই নয়। অবৈধভাবে স্টেডিয়ামে দর্শক ঢোকানোয় সজীব নামের এক বাং