তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কারলোভকে হত্যায় জড়িত থাকার দায়ে আংকারায় ২৮ ব্যক্তির বিচার শুরু করেছে। ২০১৬ সালের ১৯ ডিসেম্বর আংকারায় আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করার সময় তিনি নিহত হন।
২০১৬ সালের ১৯ ডিসেম্বর আঙ্কারায় একটি আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের সময় পদচ্যুত পুলিশ সদস্য মেভলুত মের্ত আলতিনতাসের গুলিতে নিহত হন কারলোভ।
তাকে হত্যা করেন তুরস্কের পুলিশ বাহিনীর সদস্য মেভলুত মের্ত আলতিনতাস। ঘটনার সময়ে আলতিনতাস দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন না। ঘটনাস্থলে উপস্থিত তুর্কি বিশেষ বাহিনীর গুলিতে প্রাণ হারায় হত্যাকারী।
দুই বছরেরও বেশি সময় পর এ হত্যাকাণ্ডের বিচার শুরু করেছে তুরস্ক। সন্দেহভাজন ১৬ জনের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কার্যক্রম এবং ১২ জনের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে ১৩ ব্যক্তি থানা হাজতে আটক রয়েছেন আর বাকিদের অনুপস্থিতে বিচার চলছে। অনুপস্থিতে যাদের বিচার চলছে তাদের মধ্য অন্যতম হলেন আমেরিকায় স্বেচ্ছা নির্বাসিত কথিত তুরস্কের ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেন। তুর্কি সরকারি কৌসুলি অভিযুক্তদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডসহ নানা শাস্তির দাবি করেছে।