ওয়ানডে ক্রিকেটে শ্রীলংকাকে তৃতীয়বারের মত হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লংকানদের ১১৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে কিউইরা। ফলে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জিতে নিলো নিউজিল্যান্ড। এর আগে ১৯৮৩ ও ১৯৯১ সালে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করেছিলো নিউজিল্যান্ড।
নেলসনে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় শ্রীলংকা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৬৪ রান তোলে নিউজিল্যান্ড৷ জোড়া শতরান করেন রস টেলর ও হেনরি নিকোলস৷ হাফসেঞ্চুরি করেন ক্যাপ্টেন উইলিয়ামসন৷ পালটা ব্যাট করতে নেমে ৪১.৪ ওভারে ২৪৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা৷ ব্যর্থ হয় থিসারা পেরেরার একক লড়াই৷
নিউজিল্যান্ড ইনিংসের শুরুটা অবশ্য মনে রাখার মতো হয়নি৷ দলগত ৩১ রানের মধ্যে আউট হয়ে বসেন দুই কিউয়ি ওপেনার৷ গুপ্তিল ২ ও মুনরো ২১ রান করে লসিথ মালিঙ্গার শিকার হন৷ টেলরের সঙ্গে জুটি বেঁধে উইলিয়ামসন প্রাথমিক বিপর্যয় রোধ করেন৷ তৃতীয় উইকেটের জুটিতে ১১১৬ রান যোগ করে সান্দাকানের বলে আউট হন উইলিয়ামসন৷ সাজঘরে ফেরার আগে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ৫৫ রান করে কিউয়ি দলনায়ক৷
নিকোলসকে সঙ্গে নিয়ে টেলর চতুর্থ উইকেটের জুটিতে আরও ১৫৪ রান যোগ করেন৷ শেষে ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৩১ বলে ১৩৭ রান করে মালিঙ্গার তৃতীয় শিকার হন টেলর৷ নিশামকে (১২) সঙ্গে নিয়ে নিকোসল অপরাজিত থাকেন ১২৪ রানে৷ ৮০ বলের আক্রমণাত্মক ইনিংসে ১২টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি৷
জয়ের জন্য ৩৬৫ রানের বড় টার্গেটে শুরুটা ভালোই ছিলো শ্রীলংকার। ৬৬ রানের উদ্বোধনী জুটি গড়েন দলের দুই ওপেনার। তবে শুরুটা পরবর্তীতে ধরে রাখতে পারেনি শ্রীলংকার মিডল-অর্ডার ব্যাটসম্যানরা। এক পর্যায়ে ১৪৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে লংকানরা। উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা ৪৬, ধনাঞ্জয়া ডি সিলভা ৩৬, কুশল পেরেরা ৪৩, কুশল মেন্ডিস ০ ও দাসুন শানাকা ২ রান করে ফিরেন।
পঞ্চম উইকেট পতনের পর শ্রীলংকাকে খেলায় ফেরানোর চেষ্টা করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান থিসারা পেরেরা ও দানুস্কা গুনাথিলাকা। ১০১ রানের জুটিও গড়েন তারা। তবে তাদের এই জুটি শ্রীলংকার হারকে এড়াতে পারেনি। ৫০ বল বাকী থাকতেই ২৪৯ রানে অলআউট হয় শ্রীলংকা। পেরেরা ৬৩ বলে ৮০ ও গুনাথিলাকা ৩১ রান করেন। নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন ৪০ রানে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের রস টেইলর।