Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

র‌্যাঙ্কিংয়ে রেকর্ড গড়ে ধোনিকে পেছনে ফেললেন পান্থ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ০৯:৫৬ AM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ০৯:৫৬ AM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। পুরো সিরিজে ব্যাট হাতে ফর্মে ছিলেন পান্থ। তার সুফলটা হাতেনাতে পেলেন তিনি। আইসিসি’র সদ্য প্রকাশিত টেস্ট ব়্যাংকিংয়ে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সব থেকে বড় লাফ দিয়েছেন ঋভষ৷ ২১ ধাপ উঠে এসে পান্থ ব্যাটসম্যানদের তালিকার ১৭ নম্বরে চলে এসেছেন৷ আর তাতেই তিনি ছুঁয়ে ফেলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন উইকেটকিপার ফারুক ইঞ্জিনিয়রের ৪৬ বছর আগে গড়া নজির৷

কোনও ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যানের এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ আইসিসি ব়্যাংকিং৷ এর আগে কোনও বিশেষজ্ঞ ভারতীয় উইকেটকিপারের ব্যাটিং ব়্যাংকিং ১৭’র নীচে নামেনি৷ ১৯৭৩ সালের জানুয়ারিতে ফারুক ইঞ্জিনিয়র আইসিসি ব়্যাংকিংয়ের ১৭ নম্বরে উঠে এসেছিলেন৷ মহেন্দ্র সিং ধোনির সর্বোচ্চ টেস্ট ব়্যাংকিং ছিল ১৯৷

রেটিং পয়েন্টের নিরিখে অবশ্য ঋষভ ছাপিয়ে গেলেন অতীতের সব ভারতীয় উইকেটকিপারকে৷ এই মুহূর্তে তাঁর রেটিং পয়েন্ট ৬৭৩৷ এক্ষেত্রে পান্থ ছাপিয়ে গেলেন ধোনিকে৷ মাহির সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৬৬২৷ ফারুক ইঞ্জিনিয়রের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৬১৯৷

২০১৬-র অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের তারকা ক্রিকেটার নেপালের বিরুদ্ধে ১৮ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। কেরিয়ারের নবম টেস্টে অপরাজিত ১৫৯ রান করার পর তিনি আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথম ২০ জনের মধ্যে চলে এলেন। অস্ট্রেলিয়া সফর শুরুর আগে তাঁর টেস্ট র‌্যাঙ্কিং ছিল ৫৯ তম। এক্ষেত্রে দ্রুত এগিয়েছেন তিনি। সদ্যসমাপ্ত সিরিজে মোট ৩৫০ রান করেছেন তিনি। সেইসঙ্গে ২০ টি ক্যাচও ধরেছেন।

ঋদ্ধিমান সাহার চোট ও কার্তিক-পার্থিবদের ব্যর্থতার সুযোগে টেস্ট দলে ঢুকে নিজের জায়গা প্রায় পাকা করে ফেলেন ২১ বছর বয়সি তরুণ তুর্কি৷

Bootstrap Image Preview