জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে আনা অসম্ভব নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, খুনিদের দেশে ফিরিয়ে আনা অসম্ভব নয়, তবে কঠিন।
আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, খুনিদের দেশে আনতে আমরা কাজ করেছি।
আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর খুনের নেপথ্যে যারা দায়ী তাদের শনাক্তে আমরা কমিশন গঠনের চেষ্টা করব।’
বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা কেন কঠিন সেই ব্যাখ্যাও দিয়ে আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে খুনের পর ১৯৭৫ সালে খুনিদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশের বাইরে পাঠানো হয়েছিল। দেশেও অনেককে প্রতিষ্ঠিত করা হয়েছিল। ২০০১ সালে খালেদা জিয়াও ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা করেছেন। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্যসচিব বিমানবন্দরে গিয়ে বঙ্গবন্ধুর হত্যাকারী মেজর ডালিমের স্ত্রীর লাশ রিসিভ করেন।
নতুন সরকারের লক্ষ্যের বিষয়ে আনিসুল হক বলেছেন, এ মেয়াদে অগ্রাধিকার হবে জনগণের জন্য সুবিচার ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা। এ ক্ষেত্রে যেসব সমস্যা আছে—সেগুলো নির্ধারণ করে সমাধানের চেষ্টা করা হবে।