Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘বঙ্গবন্ধুর’ নাম এড়িয়ে বিবৃতি পাঠ করলেন ফখরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০৯:৫৪ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০৯:৫৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে দেশের বৃহৎ বিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। পুনঃনির্বাচনের দাবিতে আন্দোলনের কর্মসূচি দিয়েছে এই রাজনৈতিক জোট। কর্মসূচি ঘোষণার আগে প্রেস বিফের লিখিত বক্তব্যের প্রথম অংশে লেখা ছিলো ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের জনগণ দেশ স্বাধীন করেছে’। কিন্তু বক্তব্যের শুরুর দিকের এই অংশটি এড়িয়ে কথা বলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ও বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার ৮ জানুয়ারি, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বেইলী রোডের বাস ভবনে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্টের নেতারা।

সেখানে ঐক্যফ্রন্টের বিবৃতি পাঠ করার সময় প্রথম বাক্যের কিছু শব্দ পড়ার পর ইচ্ছাকৃত ভাবেই বঙ্গবন্ধুর নাম থাকায় তা বাদ দিয়ে পরের অংশ থেকে পড়া শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতি পাঠের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশে উপস্থিত ছিলেন ডক্টর কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্নাসহ শীর্ষ নেতারা।

Bootstrap Image Preview