Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

 এক মাশরাফীই উড়িয়ে দিলো কুমিল্লাকে 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০৭:৫৯ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০৭:৫৯ PM

bdmorning Image Preview


চলতি বিপিএলের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৯ উইকেটে হারলো কুমিল্লা ভেক্টোরিয়ান্স।

বিপিএলের ষষ্ঠ ম্যাচে মাশরাফি রংপুর রাইডার্সের মুখোমুখি হয় স্মিথের কুমিল্লা। প্রথমে টসে হেরে ব্যাটিং করতে নেমে রংপুরের ক্যাপ্টেন মাশরাফীর বোলিং তোপে মাত্র ৬৩ রানে গুটিয়ে যায় তামিমরা।

অল্প পুঁজির এই লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুতেই শক্তিশালী ব্যাটসম্যান ক্রিস গেইলকে হারিয়ে  হোচট খায় রংপুর। এরপর রুশো ও মেহেদী মারুফের ব্যাটিংয়ে জয়ের লক্ষে পৌঁছিয়ে যায় মাশরাফি রংপুর। তৃতীয় ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়।

রংপুর রাইডার্সের সংক্ষিপ্ত স্কোরঃ১/ ৬৭
ক্রিস গেইল(১), মেহেদী মারুফ(৩৬), রুশো(২০)।
উইকেটঃ আবু হায়দার রনি(১)।
কুমিল্লা ভেক্টোরিয়ান্সের সংক্ষিপ্ত স্কোরঃ স্টিভ স্মিথ (অধিনায়ক)(০), এনামুল হক বিজয়(২), তামিম ইকবাল(৪), ইমরুল কায়েস(২), মোহাম্মদ সাইফউদ্দিন(৭), আবু হায়দার রনি(৫),মোহাম্মদ শহীদ(০)*,মেহেদী হাসান(৬),ইভেন লুইস(৮), শহীদ আফ্রিদি(২৫), শোয়েব মালিক(০)।
উইকেটঃ মাশরাফী(৪),শফিউল ইসলাম(২),অপু(৩),ফরহাদ রেজা(১)।

রংপুর রাইডার্সঃ মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মেহেদী মারুফ, সোহাগ গাজী, ফরহাদ রেজা, নাজমুল হাসান অপু, শফিউল ইসলাম, রভি বোপারা, ক্রিস গেইল, রুশো, হওেল।

কুমিল্লা ভেক্টোরিয়ান্সঃ স্টিভ স্মিথ (অধিনায়ক), এনামুল হক বিজয়, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি,মোহাম্মদ শহীদ,মোশারফ হোসেন,মেহেদী হাসান,ইভেন লুইস, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক।

Bootstrap Image Preview