Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএলের সমালোচনা থামাতে ডিআরএস আনছে বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০৭:৪৪ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০৭:৪৪ PM

bdmorning Image Preview


বিপিএলে আল্ট্রা এজ প্রযুক্তি নিয়ে সমালোচনা কম হচ্ছে না। রীতিমত হাস্যকর খেলা হয়ে দাঁড়িয়েছে চলতি বিপিএল।তাই কোন পথ না পেয়ে আল্ট্রা এজ আনতে বাধ্য হচ্ছে বিপিএল কমিটি । এমনটাই জানিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল উইনুস।

আজ এক টুইট বার্তায় জালাল উইনুস জানিয়েছেন, এখন পর্যন্ত টেকনিক্যাল সেসকল সমস্যা সৃষ্টি হয়েছে বিপিএলে তা শনিবারের মধ্যেই সমাধান হয়ে যাবে।'

বিপিএলে ইতোমধ্যে ছয়টি ম্যাচ হয়ে গিয়েছে এই ছয়টি ম্যাচে বেশ কয়েকটি উইকেট নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। আল্ট্রা এজ প্রযুক্তি না থাকায় টিভির আম্পায়ররা অনুমান করে আউট ও নট আউট দিচ্ছেন। 

বিপিএলে শুরুর আগেই প্রতিটি দলকে বিপিএল কমিটি জানিয়ে দিয়েছিলেন অর্থের স্বল্পতার কারণে আল্ট্রা এজ প্রযুক্তি থাকবে না। 

অংশগ্রহন কারী দল গুলো বিপিএল কমিটির সেই কথা মেনেও নিয়েছিলো। কিন্তু ছয়টা যেতে না যেতেই চরম বিতর্কের মুখে পড়েছে বিপিএলের ষষ্ঠ আসর। তাই বাধ্য হয়ে আগামী শনিবার থেকে বিপিএলে যুক্ত করা হচ্ছে আল্ট্রা এজ প্রযুক্তি।

Bootstrap Image Preview