চলতি বিপিএলের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভেক্টোরিয়ান্স। উত্তেজনা মূলক এই ম্যাচে প্রথমে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন রংপুরের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৯ ওভারে ৬ উইকেটে ৩৩ রান।
টসে হেরে ব্যাটিং করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে কুমিল্লা। মাশরাফির আগুন ঝরা বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি কুমিল্লার প্রথম সারির কোন ব্যাটসম্যানই।বল হাতে মাশরাফি নিয়েছেন ৪ উইকেটে।
রংপুর রাইডার্সঃ মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মেহেদী মারুফ, সোহাগ গাজী, ফরহাদ রেজা, নাজমুল হাসান অপু, শফিউল ইসলাম, রভি বোপারা, ক্রিস গেইল, রুশো, হওেল।
কুমিল্লা ভেক্টোরিয়ান্সঃ স্টিভ স্মিথ (অধিনায়ক), এনামুল হক বিজয়, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি,মোহাম্মদ শহীদ,মোশারফ হোসেন,মেহেদী হাসান,ইভেন লুইস, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক।