চলতি বিপিএলের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভেক্টোরিয়ান্স। উত্তেজনা মূলক এই ম্যাচে প্রথমে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন রংপুরের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।
ইতোমধ্যে বিপিএলে দুইটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে মাশরাফির রংপুর। অন্যদিকে প্রথম ম্যাচে জয় নিয়ে আজ দ্বিতীয় জয়ের লক্ষে মাঠে নেমেছেন তামিমরা।
আজ রংপুরের একাদশে দেখা যাবে ক্যারিবিয়ান টি-টোয়েন্টির দানব ক্রিস গেইলকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের আপত্তি পত্র না পাওয়ায় গত ম্যাচ খেলতে পারেননি তিনি। অন্যদিকে একাদশ অপরিবর্তি নিয়ে মাঠে নামছে কুমিল্লা।
এদিকে মাঠে গেইল ফেরার আভাসে মিরপুরের গ্যালারিতে দর্শকদের আগমন ঘটেছে। গত দুই দুই দিন দর্শক খরা কাটানোর পর আজ দর্শকে মুখোরিত মিরপুর।
রংপুর রাইডার্সঃ মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মেহেদী মারুফ, সোহাগ গাজী, ফরহাদ রেজা, নাজমুল হাসান অপু, শফিউল ইসলাম, রভি বোপারা, ক্রিস গেইল, রুশো, হওেল।
কুমিল্লা ভেক্টোরিয়ান্সঃ স্টিভ স্মিথ (অধিনায়ক), এনামুল হক বিজয়, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি,মোহাম্মদ শহীদ,মোশারফ হোসেন,মেহেদী হাসান,ইভেন লুইস, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক।