Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বুমরাকে বিশ্রামে পাঠিয়ে ভারতের দল ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০৩:৩৬ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০৩:৩৬ PM

bdmorning Image Preview


টেস্ট সিরিজ শেষ। এবার পালা অস্ট্রেলিয়া বনাম ভারত একদিনের সিরিজের। এই সিরিজের প্রাথমিক দল রাখা হয়নি টেস্ট সিরিজে সর্বোচ্চ ২১ উইকেট নেওয়া জাসপ্রিত বুমরাকে। শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ নয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেও খেলবেন না তিনি। তাঁর বদলে দলের সঙ্গে যোগ দেবেন তরুণ পেসার মোহম্মদ সিরাজ। এছাড়া নিউজিল্যান্ডে টি২০আই সিরিজে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে টিমে রাখা হয়েছে সিদ্ধার্থ কৌউলকে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজে বুমরা ১৫৭.১ ওভার বল করেছেন। ১৭ গড়ে ২১টি উইকেট দখল করেছেন। তিনি ছাড়া বিক দুই পেসার মোহম্মদ শামি ও ইশান্ত শর্মাও ১০০ ওভারের উপর বল করেছেন। তবে বুমরার মতো সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত নন শামি ও ইশান্ত।

বিসিসিআই জানিয়েছেন, 'জসপ্রিত বুমরাহকে আগামী ওয়ানডে ও টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই একটানা ক্রিকেট খেলার ক্লান্তি থেকে তাঁকে দূরে সরিয়ে রাখতে তৎপর নির্বাচকরা৷

প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের সীমিত ওভারের দলে রাখা হয়েছিল তারকা পেসারকে৷ পরিবর্তিত পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে এবং নিউজিল্যান্ড সফরের দু’টি সীমিত ওভারের (ওয়ান ডে ও টি-২০) সিরিজ থেকে সরিয়ে নেওয়া হল বুমরাহকে৷ তাঁর পরিবর্তে তিনটি সিরিজেই দলে ঢুকিয়ে দেওয়া হল হায়দরাবাদের ডানহাতি পেসার মহম্মদ সিরাজকে৷

বুমরাহর বদলি হিসাবে সিরাজের নাম ঘোষণা করা ছাড়াও পঞ্জাবের ডানহাতি পেসার সিদ্ধার্থ কউলকে নিউজিল্যান্ড সফরের টি-২০ সিরিজের দলে ঢুকিয়ে দেওয়া হয় বাড়তি ক্রিকেটার হিসাবে৷

আগামী ১২ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত৷ সিডনিতে খেলা হবে প্রথম একদিনের ম্যাচ৷ ১৫ ও ১৮ জানুয়ারি যথাক্রমে অ্যাডিলেড ও মেলবোর্নে খেলা হবে পরের দু’টি ওয়ান ডে ম্যাচ৷

নিউজিল্যান্ড সফরে ২৩ জানুয়ারি থেকে পাঁচ ম্যাচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া৷ ৬ ফেব্রুয়ারি থেকে কিউয়ি সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজে মাঠে নামবেন কোহলিরা৷

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কে খলিল আহমেদ, মোহম্মদ শামি, মোহম্মদ সিরাজ

নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, কে খলিল আহমেদ, সিদ্ধার্থ কৌল।

Bootstrap Image Preview