স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'আন্দোলনের নামে নাশকতা করলে প্রতিহত করা হবে। বিএনপি যদি আগামী দিনে কোনো আন্দোলন সংগ্রামে অংশ নেয়, সেটি নিতে পারে। কারণ এটি যে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। তবে সেই আন্দোলনের নামে যদি নাশকতা করতে চায়, তা হলে তা যে কোনো মূল্যে প্রতিহত করা হবে।
মঙ্গলবার নতুন করে দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে তার নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন। আমরা আগেও জঙ্গিবাদকে মাথাচাড়া দিতে দিইনি। আগামী দিনেও সেটি হতে দেব না।
তিনি বলেন, আগের যে কোনো সময়ের মতো মাদকেও থাকবে জিরো টলারেন্স নীতি। যে কোনো মূল্যে সমাজ থেকে মাদ