Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শপথের বৈধতা চ্যালেঞ্জ করে স্পিকার সিইসিসহ ৩ জনকে উকিল নোটিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০২:১৯ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০২:১৯ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব নির্বাচিত সংসদ সদস্যদের ৩ জানুয়ারি নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) দশম সংসদ না ভেঙে শপথগ্রহণ অবৈধ এমন অভিযোগ এনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সিইসিসহ ৩ জনের কাছে এ উকিল নোটিশ পাঠান।

মাহবুব উদ্দিন খোকন বলেন, পূর্বের সংসদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এতে সংবিধান লঙ্ঘন করা হয়েছে।

আগামী ১৩ জানুয়ারির মধ্যে এই লিগ্যাল নোটিশের উত্তর না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

Bootstrap Image Preview