ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।
মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে তারা মিরপুরের কালশী সড়কে অবস্থান নেন। এতে ওই রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে ২২ তলা পোশাক শ্রমিকরা রাস্তায় অবস্থান নেন। তাদের অবস্থানের কারণে বর্তমানে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, তাদের সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। শ্রমিকরা রাস্তার একপাশে অবস্থান করলেও আরেকপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সমস্যা সমাধানে পুলিশ মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন বলেও জানান তিনি।
এর আগে বিগত দুইদিন ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে এয়ারপোর্ট, উত্তরা, টঙ্গী, গাজীপুর সড়কে অবস্থান নেন তারা। অবরোধের ফলে উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
এরই প্রেক্ষিতে পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আজ মঙ্গলবার বিকেল ৪টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি বৈঠকে বসছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও সিনিয়র তথ্য অফিসার আব্দুল লতিফ বকসী।
তিনি বলেন, সবাইকে ধৈর্য ধারণ করে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন বাণিজ্যমন্ত্রী।
এতে উপস্থিত থাকবেন, তৈরি পোশাক কারখানার মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও।