Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তন্ত্র সিদ্ধিলাভের আশায় মাকে খুন করে রক্ত পান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ১২:৩২ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ১২:৩৪ PM

bdmorning Image Preview


ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যের কোরবায় এলাকায় তন্ত্র সিদ্ধিলাভের আশায় নিজের জন্মদাত্রী মাকে খুন করে তার রক্ত পান করলো ছেলে। দিলীপ যাদব নামে ওই যুবক এখন পলাতক রয়েছে।

জানা গেছে, প্রথমে ওই ব্যক্তি তন্ত্রবিদ্যা লাভের মোহে পড়ে নিজের মাকে হত্যা করে লাশ টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দেয়। এরপর সে পালিয়ে যায়।

দিলীপ যাদব নামে ওই ব্যক্তির বাড়ি থেকে আধপোড়া মাংসের অবশিষ্টাংশ, তন্ত্রসাধনার বইপত্র এবং তন্ত্রসাধনার নানাবিধ উপকরণ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে দিলীপের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে রাজ্য পুলিশ।

কোরবার অতিরিক্ত পুলিশ সুপার জয়প্রকাশ বধাই জানিয়েছেন, বৃহস্পতিবার রামকচর গ্রামের সমীরণ যাদব নামে এক নারী হঠাৎ তাদের থানায় এসে উপস্থিত হন এবং নিজের চোখে দেখা এই বীভৎস ঘটনা পুলিশকে জানান।

অভিযোগ করা নারী সমীরণ জানান, গত ৩১ ডিসেম্বর সকালে তিনি তার এক পড়শি, সুমারিয়ার বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি আসতেই সেখান থেকে অদ্ভুত ধরনের গোঙানির আওয়াজ তার কানে আসে। তারপরই তার নজরে পড়ে ওই বীভৎস দৃশ্য।

ছত্তিশগড়, ঝারখণ্ড ও মধ্যপ্রদেশের আদিবাসী এলাকায় এখনও কুসংস্কার ও অন্ধবিশ্বাস রয়েছে। প্রায়ই ডাইনি অপবাদ দিয়ে নিরীহ নারীদের ওপর চলে অত্যাচার। তবে এই ঘটনা আর পাঁচটি ঘটনাকে ছাপিয়ে নৃশংসতার নজির স্থাপন করলো।

Bootstrap Image Preview