অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট সিরিজ জেতার ৭১ বছরের আক্ষেপ পূরণ করেছেন বিরাট কোহলি। তাই তাকে নিয়ে চলছে সারা বিশ্বেই আলোচনা। চার টেস্টের সিরিজ বিরাট কোহলির দল জিতে নেয় ২-১ ব্যবধানে। ভারতীয় অধিনায়ক কোহলির নেতৃত্বে এমন জয় শুধূ ভারত নয় পুরো এশিয়ার মধ্যে তিনিই এখন প্রথম। এর আগে এশিয়ার কোনও অধিনায়ক অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিততে পারেননি। কোহালিই হলেন এশিয়ার প্রথম। পরিসংখ্যান বলছে, তাঁকে নিয়ে এশিয়ার মোট ২৯জন অধিনায়ক অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। কিন্তু কেউই সাফল্য পাননি।
অস্ট্রেলিয়াতে টেস্ট জিতেছেন এশিয়ার আট অধিনায়ক। কিন্তু কেউই সিরিজ জেতেননি। এশিয়া থেকে অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতলেন একমাত্র কোহালি। এশিয়ার দলগুলো মোট ৩১ বার অস্ট্রেলিয়া সফরে এসেছে। যাতে মোট ৯৮ টেস্ট খেলেছে দলগুলো। তাতে জয় এসেছে মোট ১১ টেস্টে। পরাজয় ৬৬ টেস্টে। সার্বিক ভাবে অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ জয়ী পঞ্চম দল হল ভারত। ১৮৮২-৮৩ মৌসুমে ইংল্যান্ড, ১৯৭৯-৮০ মরসুমে ওয়েস্ট ইন্ডিজ, ১৯৮৫-৮৬ মরসুমে নিউজিল্যান্ড, ২০০৮-০৯ মরসুমে দক্ষিণ আফ্রিকা প্রথম বার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছিল। এ বার জিতল ভারত। ২-১ ফলে জিতল বর্ডার-গাওস্কর ট্রফি।
১৯৪৭ সালে প্রথম বার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত। সে বার পাঁচ টেস্টের মধ্যে চারটিতেই হেরেছিল ভারত। ১৯৬৭-৬৮ মরসুমে ভারত হেরেছিল চার টেস্টেই। অস্ট্রেলিয়া সফর তখন থেকেই ভারতের কাছে কঠিন সফর হিসেবে চিহ্নিত হয়েছে। এ বারের আগে মোট ১১বার ডন ব্র্যাডম্যানের দেশে গিয়েছে ভারত। তার মধ্যে টেস্ট সিরিজ ড্র হয়েছে তিন বার। ১৯৮০-৮১ মৌসুমে, ১৯৮৫-৮৬ মৌসুমে ও ২০০৩-০৪ মৌসুম টেস্ট সিরিজ না হেরে ফিরতে পেরেছিল ভারত।