Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এই লজ্জা কায়েস রাখবেন কোথায়!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০৯:১৯ AM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০৯:২০ AM

bdmorning Image Preview


বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে একজন ইমরুল কায়েস। ওয়ানডেতে তার ব্যাটে রানের ধারাবাহিকতা থাকলেও টি-টোয়েন্টিতে চিত্রটা একেবারেই ভিন্ন। সেই চিত্রটাই যেন আবার সামনে এনে দিলেন তিনি। ৫ জানুয়ারি বিপিএলের ষষ্ঠ আসরে কুমিল্লার হয়ে ব্যাট হাতে তিনি শূন্য রানেই ক্রিজ থেকে প্যাভিলনের পথ ধরেন। এতেই তিনি বিপিএলে তার লজ্জার একটি রেকর্ডকে আরো সমৃদ্ধ করলেন।

বিপিএল ইতিহাসে শূন্য রানে আউট হওয়া বা ডাক মারার ইতিহাসে চলতি আসর শুরুর আগে থেকেই শীর্ষে ছিলেন ইমরুল।শনিবার নিজেই সেই লজ্জার রেকর্ডটিকে আরো সমৃদ্ধ করেছেন তিনি। সিলেট সিক্সার্সের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার মাধ্যমে মোট ৯বার ডাক মেরে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।

এই তালিকার শীর্ষে থাকা ব্যাটসম্যানের মধ্যে ইমরুলের পরেই দ্বিতীয় স্থানে যৌথ ভাবে রয়েছেন মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান। এ পর‌্যন্ত এই দুই ব্যাটসম্যান ৬ রান   শূন্য রানে আউট হয়েছে। বিবিপএলে ৫ বার ডাক মেরে তৃতীয় স্থানে থাকা ক্রিকেটারদের সংখ্যা চার জন। তারা যথাক্রমে মুশফিকুর রহিম, ক্যাভেন কুপরা, এনামুল হক বিজয় ও রুবেল হোসেন।

Bootstrap Image Preview