আগামিকাল বৈঠকে বসছেন বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠকে নির্বাচন পরবর্তী আগামী দিনের কর্মপন্থা ঠিক করা হবে বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এ বৈঠক হবে।
জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে নিয়োজিত জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঐক্যফ্রন্টের নির্ধারিত বৈঠকে স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, এর আগে গতকাল রবিবার পৌনে ১২ টায় রাজধানীর মতিঝিল ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসে ফ্রন্টের নেতারা। সেখানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।