Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে ৪২ কোটি টাকা সহায়তা দেবে জাপান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০৫:০৭ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০৫:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা করতে বাংলাদেশকে ৫০ লাখ ডলার যা (বাংলাদেশী টাকায় ৪১ কোটি ৯০ লাখ ৮৫ হাজার টাকা) বেশি আর্থিক সহায়তা দেবে জাপান সরকার। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সাত লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম।

সে সময় রাখাইনের বেশ কয়েকটি পুলিশ ও সেনা চেক পোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে ওই অঞ্চলে অভিযান শুরু করে সেনাবাহিনী। অভিযানের নামে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর নির্যাতন, বাড়ি-ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া, নারীদের ধর্ষণ ও নির্বিচারে গুলি করে রোহিঙ্গাদের হত্যা করা হয়।

জাতিসংঘের খাদ্য কর্মসূচির মাধ্যমে ৫১ লাখ ডলার সহায়তা দেবে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে অবস্থানরত অর্ধেকের বেশি রোহিঙ্গা মুসলিম অপুষ্টিতে ভুগছে। যা তাদের জীবনের জন্য হুমকি স্বরুপ।

রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, রোহিঙ্গাদের জীবনযাপন উন্নয়ন এবং তাদের মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়ে সহায়তা করে যাবে জাপান।

Bootstrap Image Preview