সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কাজী নুরুল হাসান সোহানের। বিপিএলের প্রথম ম্যাচে নিজেকে সেই ভাবে মেলে ধরতে পারেননি। ব্যাট হাতে হয়েছেন চরম ব্যর্থ। পারফম্যান্সের সেই যন্ত্রণা ভুলার আগেই ম্যাচের আগের দিন মাথায় পড়লো চার সেলাই।
জানা গিয়েছে টিম হোটেলের সিঁড়ি বেয়ে নামার সময় মাথায় আঘাত পান তিনি। পরে সেখান থেকে রক্ত ঝরতে থাকে। যার জন্য সেলাইয়ের প্রয়োজন হয়। এমন অবস্থায় আগামীকাল খুলনা টাইটান্সের বিপক্ষে তাঁর মাঠে নামা কতটা নিশ্চিত সেটি এখনো বলা যাচ্ছে না। কারণ ডাইনামাইটসের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
গত আসরে সোহান সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন। এবারের আসরে বড় দল ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলছেন। এদিকে দলের আরেক পেস বোলার কাজী অনিক গত ৪ জানুয়ারি বাইক এক্সিডেন্টে হাত ভেঙেছেন। হয়তো হাতের এই আঘাতের জন্য চলতি বিপিএলে তাকে নাও দেখা যেতে পারে। বিপিএলের শুরুতেই ঢাকা ডাইনামাইটসের দলে এমন এক্সিডেন্ট যেন টিম ম্যানেজমেন্টকে সমস্যায় ফেলে দিচ্ছে।
ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান, সুনিল নারাইন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল,হযরতউল্লাহ জাজাই,শুভাগত হোম,রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন,অ্যান্ড্রু বার্জ,ইয়ান বেল,কাজী অনিক,মিজানুর রহমান,আসিফ হাসান,শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ।