বিপিএলের ষষ্ঠ আসরটা রাঙাতে পারলো না ঢাকা ডায়নামাইটসের খেলোয়াড় কাজী অনিক। (গত ৪ জানুয়ারি) মোটর সাইকেল দুর্ঘটনায় বাঁ-হাতে গুরুতর আঘা পেয়েছেন।
এদিকে অনিকের হাতের বিষয়ে বিসিবির ফিজিও কোন ভালো সংবাদ দেননি। হাত ব্যান্ডেজ করে রেখেছেন। তবে কবে সেটি পুরোপুরি ভালো হবে এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।
এর আগের আসরে অনিক রাজশাহী কিংসের হয়ে খেলছিলেন। চলতি আসরে বড় দল ঢাকা ডাইনামাইটসের হয়ে বল হাতে মাঠে ঝড় তুলতে চেয়েছিলেন। কিন্তু তাঁর সেই স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেল। এমন পরিস্থিতে তাঁর বিপিএলের মাঠে নামা অনেকটাই অনিশ্চিত!
ঢাকা ডায়নামাইটস:সাকিব আল হাসান, সুনিল নারাইন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল,হযরতউল্লাহ জাজাই,শুভাগত হোম,রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন,অ্যান্ড্রু বার্জ,ইয়ান বেল,কাজী অনিক,মিজানুর রহমান,আসিফ হাসান,শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ।