Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পোশাক শ্রমিকদের বিক্ষোভে বন্ধ যান চলাচল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০২:৫০ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০২:৫০ PM

bdmorning Image Preview


বেতন-ভাতা, বোনাস ও নায্য অধিকারের দাবীতে রাস্তা অবরোধ করে প্রতিবাদ করছে পোশাক শ্রমিকরা। সৃষ্টি হয়েছে তীব্র যানজোট।

উত্তরা থেকে ঢাকামুখী যানবাহনগুলো আব্দুল্লাহপুর থেকে বন্ধ করে দিয়েছে গার্মেন্টস শ্রমিকরা। নাখাল হয়ে পড়েছে কর্মস্হল মুখী মানুষ। রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বেতন বৃদ্ধির দাবীতে ঢাকা-মায়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ করছে গার্মেন্টস শ্রমিকরা।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয় পোশাক শ্রমিকদের এই অবরোধ। গার্মেন্টস শ্রমিকদের অবস্হানের কারণে ঢাকা- মায়মনসিংহ মহাসড়ক সহ উত্তরার সব রাস্তগুলোতে ও বেড়েছে যানজোট। যানজোটের কারণে নাকাল হয়ে পড়েছে কর্মস্হল মুখী মানুষ। কোন ভাবেই অফিস বা গন্তব্যে পৌছানো সম্ভব হচ্ছেনা।

বেশ কয়েকজন অফিসগামী মানুষরা জানান, গতকালও বিক্ষভের কারণে আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। আজও আকই অবস্থা। তাই কোন ভাবেই যেতে পারছিনা।

কয়েকজন গার্মেন্টস কর্মীদের সাথে কথা হলে তারা জানান, আমাদের বেতন বাড়িয়েছে সরকার। কিন্তু মালিক পক্ষ সেই বাড়ানো বেতন বোনাস আমাদের দেয় না। তারা ঠিকমত বেতন ও দিতে চায় না। আমরা তো কষ্ট করে কাজ করি তাহলে কেন নায্য পাওনা দেয়া হবে না।

এর আগে শনিবার বিকাল ৪টা ও রবিবার সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-মায়মনসিংহ মহাসড়কে প্রথম অবরোধে নামেন গার্মেন্টস শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ সরকার তাদের বেতন বাড়িয়েছে কিন্তু গার্মেন্টস কর্তৃপক্ষ শ্রমিকদের নায্য পাওনা বুঝিয়ে দেয়না। উল্টো বেতনও সময় মত দেয়া হয়না বলে দাবি করেন তারা।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলছেন আমরা চেষ্টা করছি তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর জন্য। কিন্তু তারা যত সময় গড়াচ্ছে তোতই রাস্তা ভরে যাচ্ছে।

তারা আরো জানান,গতকাল তাদের বলা হয়েছে আমরা মালিকদের সাথে বসে সমাধান করব।কিন্তু তারা আমাদের কথা না শুনে আজ ও রাস্তায় নেমেছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। রাস্তায় তীব্র যানজোটের সৃষ্টি হয়েছে।

গার্মেন্টস শ্রমিকারা বলছেন সর্বশেষ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আব্দুল্লাহপুরে পুলিশের কর্মকর্তারা গার্মেন্টস মালিকদের সাথে বসার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু সেটি ছিল মিথ্যে কথা যদি গতকাল বসত তাহলে আজ আমাদের রাস্তায় আসা লাগত না। সঠিক সুরাহা না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে সরে দাড়াবেন না।

Bootstrap Image Preview