নোয়াখালীর সুবর্ণচরে নির্বাচনের রাতে চার সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করা হলো।
রবিবার (৬ জানুয়ারি) বিকেলে এই মামলাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, বিকেলে নোয়াখালীর চরজব্বার থানাধীন হারিজ চৌধুরী বাজারের আট কোপালিয়া থেকে আবুল হোসেনকে ও সেনবাগ থানাধীন ছাতারপাইয়া থেকে মুরাদ হোসেনকে গ্রেফতার করে থানা ও ডিবি পুলিশ।
এ দিকে আগেই গ্রেফতার হওয়া সাতজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল গ্রেফতার হওয়া সালাউদ্দিন, আবুল হোসেন ও মুরাদের বিষয়ে সোমবার আদালতে রিমান্ড চাইবেন বলে জানিয়েছেন ডিবি পুলিশের এক কর্মকর্তা।
গত ৩০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মামলাটি চরজব্বার থানা পুলিশ তদন্ত করে আসছিল। আজ মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, এ পর্যন্ত গ্রেফতার হওয়া ১০ জনের মধ্যে ছয়জন মামলার এজাহারভুক্ত আসামি। বাকি চারজনকে গ্রেফতার হওয়া আসামিদের স্বীকারোক্তি মতে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ায় স্বামী ও সন্তানদের বেঁধে তাদের সামনে এক গৃহবধূকে গণধর্ষণ এবং নির্যাতন করা হয়। পরের দিন সকালে ওই গৃহবধূ ও তার স্বামীকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী নয়জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা করেন।