Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোর্ট ফাইলের ভেতর ৪,৬৮০ পিস ইয়াবা, আটক ১

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ১০:১১ AM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ১০:১২ AM

bdmorning Image Preview


কোর্ট ফাইলের ভেতর লুকিয়ে পাচারের সময় ৪,৬৮০ পিস ইয়াবাসহ নুরুল আলম (৪৭) নামের একজন মাদক পাচারকারীকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। 

রবিবার (৬ জানুয়ারী) বিকেল ৪ টায় কক্সবাজার বিমানবন্দর তল্লাশি গেইট থেকে তাকে আটক করা হয়েছে।

আটক নুরুল আলম উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজির পাড়া গ্রামের মৃত ফকির আহম্মদের ছেলে। সে কোর্ট ফাইলের ভিতরে করে বিশেষ কায়দায় ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলো বলে স্বীকৃতি দিয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকারীকে আটক করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবদুল মালেক তালুকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার মডেল থানায় মামলা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

Bootstrap Image Preview