Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরিজ জয় নিশ্চিত করল আফ্রিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০৯:১৪ AM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০৯:১৪ AM

bdmorning Image Preview


রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টেস্টে ৯ উইকেটে বিশাল ব্যবধানে হারল পাকিস্তানে। টেস্টর চতুর্থ দিনে পাকিস্তানের দেওয়া ৪১ রানের লক্ষ্য ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফ্রিকা। ঘরের মাটিতে এটি আফ্রিকার টানা সপ্তম সিরিজ জয়।

এদিন টেস্টের চতুর্থ দিনে সিরিজ জয়ের অপেক্ষায় ছিলো আফ্রিকা। প্রথম ইনিংসে বড় রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে তাদের লক্ষ্য দাঁড়িয়েছিল মাত্র ৪১ রান। ছোটো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানের মাথায় থুইনিসের উইকেট হারায়। এরপর দ্বিতীয় উইকেটে ওপেনার এলগারকে সঙ্গ দিতে নামেন আমলা। তবে ৫ বল থেকে ২ রান করে রিটায়াড় হাট নিয়ে তিনি প্যাভিলনে চলে যান। তবে তাতে জয় পেয়ে বেগ পেতে হয়নি আফ্রিকাক।

দুই অপরাজিত ব্যাটসম্যান এলগারের ২৪ ও অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিসের ৩ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। তিন ম্যাচের সিরিজে ২-০ তে সিরিজ নিশ্চিত হলো তাদের। ম্যাচ সেরা নির্বাচিত হন ডু প্লেসিস।

এর আগে শনিবার পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২২১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হারে শঙ্কায় পড়েছিল। সেই লজ্জা এড়াতে তাদের দরকার ছিল ২৫৫ রান। তবে শান মাসুদ, আসাদ শফিকের উপর বাবর আজমের লড়াকু হাফসেঞ্চুরিতে ভর করে সেই লজ্জা থেকে রক্ষ্যা পায়। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৯৪ রানে। আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ৪১ রানের লক্ষ্য দেয়। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলেন আসাদ শফিক। এছাড়া বাবর আজম ৭২ ও শান মাসুদের ব্যাট থেকে আসে ৬১ রান।

ডেল স্টেইন (৪-৮৫) ও কাগিসো রাবাডার (৪-৬১) দাপটে। অলিভার ও ফিলিন্ডার নেন ১টি করে উইকেট। তার আগে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তোলে ৪৩১। প্রথম ইনিংসে ১০৩ রানে করে ফ্যাফ ডু-প্লেসিস। এছাড়া ওপেনার মাকাররাম ৭৮, বাবুমা ৭৫ ও ডি কক ৫৯ রানের ইনিংস খেলেছিলেন।

Bootstrap Image Preview