Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডাকসু নির্বাচন: হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপিল বিভাগে প্রত্যাহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৩:৩১ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৩:৩১ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানে হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে আপিল বিভাগ। ফলে আগামী ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ।

রবিবার (৬ জানুয়ারি) রিটকারীর পক্ষের আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ মার্চ দিন নির্ধারণ করেছেন আদালত।

এক রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ জানুয়ারি হাইকোর্ট ডাকসু নির্বাচন বিষয়ে রায় দেন। এতে ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে বলা হয়। রায় স্থগিত চেয়ে লিভ টু আপিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন দিতে নির্দেশ দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত ১৮ সেপ্টেম্বর চেম্বার আদালতে আপিল আবেদন জানায় ঢাবি প্রশাসন।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, জাতীয় নির্বাচন সামনে থাকায় ডাকসু নির্বাচন হলে বিশৃঙ্খলা হতে পারে এমন যুক্তিতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই আবেদনটি করে। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক চিঠিতে দেখা যায়, ১৯ মার্চের মধ্যে তারা ডাকসু নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। আদালত হাইকোর্টের রায়ে চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ তুলে নিয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি ৩০ মার্চ পর্যন্ত মুলতবি (স্ট্যান্ডওভার) রেখেছেন।

Bootstrap Image Preview