ব্যাটিং ভরাডুবির কারনে বিপিএল ষষ্ঠ আসরের প্রথম ম্যাচেই মাত্র ৯৮ রানে অল আউট হয়েছিল মাশরাফির রংপুর রাইডার্স। তবে সেই দুশ্চিন্তা নেই আজই বেরিয়ে আসতে পারে তারা। আজকের ম্যাচে তাদের একাদশে ফিরছেন ক্রিস গেইল।
শনিবার আসরের প্রথম দিনেই চিটাগংয়ের মুখোমুখি হয়েছিল রংপুর। তবে এদিন একাদশে ছিলেন না গেইল। এদিন সকালে ঢাকায় পৌছালেও দীর্ঘ ভ্রমন ক্লান্তির কারনে প্রথম ম্যাচে খেলেননি ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। তবে আজ মাহমুদুল্লাহর খুলনা টাইটান্সের বিপক্ষে একাদশে ফিরতে ফিরছেন তিনি। তাই আজকের ম্যাচে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে বড় রান তুলতে পারে রংপুর।
বিপিএলের প্রতি আসরেই খেলেছেন গেইল। এ পর্যন্ত ২৬ ম্যাচে ১ হাজার ১৩৫ রান নিয়ে বিদেশী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ওয়েস্ট ইন্ডিয়ান হার্ডহিটার।
খুলনা আজ বিপিএল ষষ্ঠ আসরের প্রথম ম্যাচে রংপুরের মুখোমুখি হচ্ছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫.২০ মিনিটে।