Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মন্ত্রিপরিষদে শপথের আমন্ত্রণ পেলেন যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৩:১৪ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৩:১৫ PM

bdmorning Image Preview


নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে আগামীকাল সোমবার। এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় যারা জায়গা পেতে যাচ্ছেন তাদের শপথগ্রহণের আমন্ত্রণ জানানো হচ্ছে।

রবিবার দুপুর থেকে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণের জন্য আমন্ত্রণ পেতে শুরু করেছেন তারা। আমন্ত্রণ পাওয়া একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদের নতুন সদস্য হিসেবে শপথগ্রহণের জন্য যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের মধ্যে রয়েছেন- ড. আবদুর রাজ্জাক, আসাদুজ্জামান খান কামাল, আ হ ম মুস্তফা কামাল, আনিসুল হক, এমএ মান্নান, শাহরিয়ার আলম, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী, বীর বাহাদুর উশৈ সিং, গোলাম দস্তগীর গাজী, জাহিদ আহসান রাসেল, সাহাবুদ্দিন আহমেদ।

ইতিমধ্যে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম দস্তগীর গাজী, জাহিদ আহসান রাসেল, খালিদ মাহমুদ চৌধুরী।

Bootstrap Image Preview