ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশপথ কাঁচপুরে দ্বিতীয় সেতুর নির্মাণকাজ শেষ হয়ে এসেছে। আগামী দুই মাসের মধ্যে সেতুটি চালুর প্রস্তুতি চলছে।
কাঁচপুরের এই নতুন সেতু শীতলক্ষ্যা নদীর ওপর। চার লেনের সেতুটি তৈরি হচ্ছে আগের সেতুর ভাটিতে। ৩৯৭ দশমিক ৩ মিটার দীর্ঘ নতুন সেতুর সংযোগ সড়ক হবে আট লেনবিশিষ্ট। আর বিদ্যমান সেতু ও নতুন সেতু মিলিয়ে লেনও হবে আটটি।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ২য় কাঁচপুর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইভাবে সোনারগাঁও এলাকায় অবস্থিত মেঘনা সেতু ও দাউদকান্দি এলাকায় অবস্থিত মেঘনা-গোমতী সেতুর একপাশে ভিত্তিপ্রস্তরের ফলক স্থাপন করেন তিনি।