Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিসরে বোমা নিস্ক্রিয় করতে গিয়ে পুলিশ নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ১২:২০ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ১২:২০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মিসরের বোমা নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে নিহত হলেন দেশটির এক পুলিশ কর্মকর্তা।

গতকাল রাজধানী কায়রোর পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর কাছে নাসর শহরের একটি গির্জার নিকটবর্তী এক ভবনের ছাদে রাখা ছিলো বোমাটি।  এ ঘটনায় আরও দুই পুলিশ সদস্য আহত হন।

আগামীকাল (৭ ডিসেম্বর) দেশটির খ্রিস্টান ধর্মাবলম্বীদের কপটিক বড়দিন উদযাপন করার ঠিক দুদিন আগে এ ঘটনা ঘটলো।

মিশরের মোট জনসংখ্যার প্রায় ১০ ভাগ কপ্টিক খ্রিস্টান।  সাম্প্রতিক বছরগুলোতে ইসলামিক স্টেটসহ (আইএস) একাধিক জঙ্গি গোষ্ঠীর নিশানায় পরিনত হয়েছে তারা।

গত ২০১৬ সালের ডিসেম্বর থেকে জিহাদি হামলায় ১০০ কপ্টিক খ্রিস্টান নিহত হন।

এদিকে গত এপ্রিল ২০১৭ থেকে দেশটিতে জরুরি অবস্থা চলছে।

Bootstrap Image Preview