চলতি বিপিএলের দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভেক্টোরিয়ান্স। প্রথমে টসে হেরে ব্যাটিং পেয়েছে সিলেট।
এই ম্যাচে কুমিল্লা ভেক্টোরিয়ান্সের অধিনায়কত্ব হারিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তাঁর পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন প্রথমবার বিপিএল খেলতে আসা স্টেভেন স্মিথ।অন্যদিকে সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
কুমিল্লা ভেক্টোরিয়ান্সঃ স্টিভ স্মিথ(অধিনায়ক), এনামুল হক বিজয়, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি,মোহাম্মদ শহীদ,মোশারফ হোসেন,মেহেদী হাসান,ইভেন লুইস, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক।
সিলেট সিক্সার্সঃ ডেভিট ওয়ার্নার (অধিনায়ক), মোহাম্মদ ইরফান,নিকোলাস পোরান, সন্দীপ, অলোক কাপালী,লিটন দাস,সাব্বির রহমান, আল-আমিন হোসেন,তাসকিন আহমেদ , আফিফ হোসাইন,তৌহিদ হৃদয়।