Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এস ৪০০ পরিবর্তে মার্কিন মিসাইলের প্রস্তাবে তুরস্কের না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ১১:৪৬ AM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ১১:৪৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ওয়াশিংটন তুরস্কের কাছে নিজস্ব তৈরি সর্বশেষ মডেলের পেটট্রিয়ট মিসাইল সরবরাহের জন্য ছাড় দিয়ে ৩.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব পাঠিয়েছে। এতে তুরস্ক সম্মত নয় জানিয়েছে। তবে মার্কিন প্রস্তাবে বলা হয়, রাশিয়ার সঙ্গে এস৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা চুক্তি বাতিল করতে হবে। আঙ্কারা জানায়, তারা মার্কিনিদের সঙ্গে কোনো ছাড় বা প্রযুক্তি ভাগাভাগি করবে না।

রাশিয়ার সঙ্গে আঙ্কারার এস ৪০০ চুক্তিটি ওয়াশিংটনের প্রস্তাবের তুলনায় উল্লেখযোগ্য কম। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এফ ৩৫ যুদ্ধবিমান সরবরাহ নিয়ে আগের মতো তুরস্ককে চাপ প্রয়োগ করে আসছে। যুক্তরাষ্ট্র জানায়, এফ ৩৫ বিমান তারা দেরিতে সরবরাহ করবে।

তুরস্ক এর আগে ২০১৩ সালে বেইজিংয়ের তৈরি লাভজনক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব পেয়েছিল।

এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জানায়, তুরস্কের উচিত মার্কিন তৈরি মিসাইল গ্রহণ করে রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বাতিল করা।

তুরস্কের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে মার্কিন প্রতিনিধিরা এ প্রস্তাব করেছিল। এতে রাশিয়ার সঙ্গে এস ৪০০ চুক্তি বাতিল করার জন্য।

এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে রাশিয়ার সঙ্গে তুরস্কের ২০১৭ সালে চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৯ সালের অক্টোবর মাস থেকে হাতে পাওয়ার কথা রয়েছে।

রাশিয়ার তৈরি এস ৪০০ এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি একই সঙ্গে তিন ধরনের মিসাইল ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। এটি একই সঙ্গে ব্যলিস্টিক ও ক্রুজ মিসাইল ধ্বংস করতে পারে।

গত মাসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বিদেশি সেনাবাহিনীর কাছে বিক্রির জন্য এটি অনুমোদন করেছে। প্যাটট্রিয়ট মিসাইল ব্যবস্থা তুরস্কে বিক্রির জন্য সম্ভাব্য মূল্য ৩.৫ বিলিয়ন ধরা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা সূত্র অনুসারে, অনুমোদনপ্রাপ্ত মিসাইলগুলোর মধ্যে ৮০টি প্যাটট্রিয়ট এমআইএম ১০৪ই, ৬০টি প্যাক-৩ জিইএম মিসাইল ব্যবস্থা ও আনুষঙ্গিক যন্ত্রপাতি।

মার্কিন সরকারি সূত্র জানায়, তুরস্ক চাইলে মার্কিন এয়ার প্রতিরক্ষাব্যবস্থা ক্রয় করতে পারে কিন্তু মিসাইল বিক্রি করা হবে না। যদি না তুরস্কের খুব প্রয়োজন পড়ে।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে ২০১৭ সালে রাশিয়ার চুক্তি হয়। তবে এটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম থেকেই বিরোধিতা করে আসছে। তারা বলছে রাশিয়ার অস্ত্র ন্যাটোভুক্ত অন্য দেশ ব্যবহার করতে পারবে না।

Bootstrap Image Preview