Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সৈয়দ আশরাফকে ‘গার্ড অব অনার’ প্রদান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ১১:১৭ AM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ১১:১৭ AM

bdmorning Image Preview


সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। এ সময় বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পরে ৭১’ এর এ গেরিলা যোদ্ধাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

এর পর সৈয়দ আশরাফুল ইসলামকে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরিন শারমিন চৌধুরী শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ আশরাফের মরদেহ তার সংসদীয় এলাকায় (কিশোরগঞ্জ-১ আসন) নেওয়া হবে। সেখানে শোলাকিয়া ঈদগাহ ময়দানে আরও একটি জানাজা অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জ থেকে আশরাফের মরদেহ নেওয়া হবে তার জন্মস্থান ময়মনসিংহে। ময়মনসিংহে তৃতীয় জানাজার পর বিকেলে তার মরদেহ ঢাকায় আনা হবে। এর পর বনানী কবরস্থানে বাদ আসর তাকে দাফন করা হবে।

থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে চিকিৎসারত অবস্থায় গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মৃত্যুবরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

Bootstrap Image Preview