Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফুড কোর্টে খাবারের দামের তালিকা না থাকলে স্টল বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ১০:৩৯ AM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ১০:৪০ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯ এ মেলায়র ফুড কোর্টে (খাবারের দোকানে) দামের তালিকা না থাকলে স্টল বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি হেডকোয়ার্টার্সে শনিবার ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত সমন্বয় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

সভায় ডিএমপি কমিশনার বলেন, ‘ইতোমধ্যে বাণিজ্য মেলাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেই সঙ্গে অনিয়ম রুখতে বাণিজ্য মেলায় ফুড কোর্টে মূল্য তালিকা প্রদর্শিত না হলে সেই স্টল মেলা কর্তৃপক্ষের সহযোগিতায় বন্ধ করে দেবে পুলিশ।’

মেলা প্রাঙ্গণের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘মেলায় প্রবেশের আগে দর্শনার্থীদের মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে আসতে হবে। মেলা প্রাঙ্গণ ও আশপাশে থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। সিসি ক্যামেরা দিয়ে সমগ্র মেলা এলাকা ও তার আশপাশ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। যৌন হয়রানি রোধে থাকবে পুলিশের বিশেষ টিম। মেলা প্রাঙ্গণে মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার স্বার্থে মেলা প্রাঙ্গণে কোনো হকার ও ভিক্ষুক থাকবে না। অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রতিটি স্টলে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে। পুলিশ কন্ট্রোল রুমের পাশে স্থাপন করা হবে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার।’

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, রফতানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ আবদুর রউফ, গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সরকারি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাণিজ্য মেলার বিভিন্ন প্যাভিলিয়নের প্রতিনিধিসহ রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview