প্রিয় নেতা সৈয়দ আশরাফুল ইসলামের ২য় জানাজা নামাজের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ। কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, সৈয়দ আমরাফুল ইসলামের জানাজা নামায সর্ম্পূণ করার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
রবিবার (৬ ডিসেম্বর) সকালে হেলিকপ্টারে তার মরদেহ কিশোরগঞ্জ নিয়ে আসা হবে। বিপুল উপস্থিতির বিষয়টি মাথায় রেখে শোলাকিয়া ঈদগাহ মাঠকে নির্ধারণ করা হয়েছেতিনি জানান।
রবিবার দুপুর ১২টায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে সৈয়দ আশরাফের জানাজা অনুষ্ঠিত হবে।
প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ শনিবার সন্ধ্যায় দেশে আসে। কিশরগঞ্জে জানাজা শেষে নেয়া হবে ময়মনসিংহে। সেখানে জানাজা শেষে ঢাকায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে পরিচ্ছন্ন এই রাজনীতিককে।
পরিবারের পক্ষ থেকে ঢাকার বনানী কবরস্থানে কিশোরগঞ্জ-১ সদর আসনের পাঁচবার র্নিবাচিত সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলামকে সমাহিত করার সিদ্ধান্ত হয়েছে। তবে কিশোরগঞ্জের সাধারণ মানুষ তাদের প্রিয় নেতাকে কিশোরগঞ্জের মাটিতে দাফনের দাবি জানিয়েছে।