Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কখন কোথায় জানাজা হবে সৈয়দ আশরাফের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৭:২২ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৭:২৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সন্ধ্যা ছয়টার পরে ব্যাংকক থেকে ঢাকার বিমানবন্দরে নেমেছে সৈয়দ আশরাফের মরদেহ। বিমানবন্দর থেকে তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে ঢাকার বেইলি রোডে তার নিজ বাস ভবনে। সেখান থেকে আবার তার মরদেহ সংরক্ষণের জণ্যে রাখা হবে ঢাকা সিএমএইচএস’এ।

রবিবার সকাল সাড়ে ১০টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর হেলিকপ্টার যোগে মরদেহ কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং দুপুর ১২টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের তৃতীয় জানাজা দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

বাদ আসর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন আদর্শবান-ত্যাগী-নিবেদিতপ্রাণ ও সর্বজনস্বীকৃত এই নেতা।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৪ অক্টোবর স্ত্রী মারা যাওয়ার পর থেকেই সৈয়দ আশরাফ অসুস্থ হয়ে পড়েন। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। ফুসফুসের ক্যান্সারের কাছে হার মেনে ৬৮ বছরেই থেমে যায় সৈয়দ আশরাফের জীবনের পথ। হাসপাতাল থেকেই সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন করে সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ ১ আসনে নৌকা প্রতীকে বিজয়ী হন।

Bootstrap Image Preview