Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাজা থেকে অফিস সরিয়ে নিচ্ছে ফাতাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৭:১৩ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৭:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিরাপত্তার অভাবে ফিলিস্তিনের গাজা থেকে সব অফিস গুটিয়ে নিচ্ছে দেশটির স্বাধীকার আন্দোলনকারী সংগঠন ফাতাহ।

ফাতাহর মুখপাত্র আটেফ আবু ইয়ুসুফ গণমাধ্যমকে জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গাজায় সংগঠনটির সব অফিস বন্ধ থাকবে। খবর আনাদোলুর।

গাজায় ফিলিস্তিনি সম্প্রচার সংস্থার প্রধান কার্যালয়ে গত শুক্রবার ভোরে মুখোশধারী বন্দুকধারীরা হামলা চালিয়ে যন্ত্রপাতি ভাঙচুর এবং অনেক কর্মীকে আহত করেছে।

গাজার প্রশাসন নিয়ন্ত্রকারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন-হামাস এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

ফাতাহর মুখপাত্র আবু ইয়ুসুফ আরও জানান, হামাসের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালির আগে ফাতাহর পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

কিন্তু হামাস থেকে নির্বাচিত গাজার স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ফাতাহর অভিযো সত্য নয়। তারা কেবল ৩৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে তাদের আবার ছেড়ে দেয়া হয়।

২০০৭ সালে গৃহযুদ্ধের মাধ্যমে ফাতাহর কাছ থেকে গাজার কর্তৃত্ব গ্রহণ করে হামাস। কায়রোতে গত মাসে ফিলিস্তিনের বিবদমান দুই সংগঠনের মতবিরোধ দূর করতে বৈঠকে বসেছিলে মিসরের কর্মকর্তারা। কিন্তু তা ফলপ্রশ্রু হয়নি।

Bootstrap Image Preview