Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চিটাগং ভাইকিংসের দলে ১১৯ বছরের খেলোয়াড়!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৫:৩৬ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৫:৩৬ PM

bdmorning Image Preview


এমন হেড লাইন দেখলে যে কারো চোখ কপালে উঠতে পারে। উঠাটাই স্বাভাবিক। ভাবছেন ১১৯ বছর বয়সে আবার ক্রিকেট খেলা সম্ভব নাকি? হ্যাঁ, আসলেই সম্ভব না। তবে চলতি বিপিএলের উদ্বোধনী ম্যাচের খেলা যারা দেখেছেন তাদের অনেকের চোখে হয়তো একটি বিষয় ধরা পড়েনি।

টসে হেরে যখন রংপুর রাইডার্স ব্যাটিং করছিলো তখন খেলায় চার ওভার চার বল ছিলো। সেই সময় বোলিংয়ে ছিলেন ভাইকিংসের পেস বোলার খালেদ আহমেদ। জাতীয় দলের হয়ে একটি টেস্ট খেলা এই খেলোয়াড়ের বয়স এখন ২৬ বছর। 

কিন্তু টিভির পর্দার স্কিনে তাঁর বয়স দেখায় ১১৯ বছর। যা খালেদের বর্তমান বয়স থেকে ৯৩ বছর বেশি। খালেদের বয়সের এই ভুল যারা দেখেছেন তাঁরা হয়তো একটু অবাকই হয়েছেন। তবে অবাক হওয়ার কিছু নেই।এটা সেফ একটি  ভুল । তবে নিজের বয়সের এই ফারাক খালেদ আহমেদ দেখতে পেলে অবাকই হতেন।
 

Bootstrap Image Preview