Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তেল বিক্রিতে বাধা দিলে হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ১০:১৯ AM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ১০:১৯ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


মার্কিন নিষেধাজ্ঞার কারণে তেল বিক্রি না করতে পারলে উপসাগরীয় অঞ্চলে যাতায়াতের গুরুত্বপূর্ণ নৌ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে বলে ইরানি শীর্ষ কমান্ডার সতর্ক করে দিয়েছেন।

হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে বলে জানিয়েছে দেশটির রেভল্যুশনারি গার্ডের নৌবাহিনীর প্রধান জেনারেল আলিরেজা।

এ অঞ্চল দিয়ে অন্য কোনো দেশকেও তেল পরিবহনের অনুমতি দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন তিনি। ওই এলাকায় মার্কিন নৌবাহিনীর কোনো অবস্থান নেই দাবি করেছেন তিনি।

জেনারেল আলিরেজা আরো বলেন, হরমুজ প্রণালী বন্ধ করে দিলে উপসাগরে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। আমরা পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। সেখানে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বহিরাগত দেশের উপস্থিতির কোনো প্রয়োজন নেই।

Bootstrap Image Preview