সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের চালকসহ ৩ জন নিহত হয়েছেন।
আজ শনিবার (৫ জানিয়ারি) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের একটি ওভার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল হামিদ জানান, ঘন কুয়াশার মধ্যে উত্তরবঙ্গ থেকে একটি পিকআপভ্যান ঢাকায় যাচ্ছিল। ভোর ৫টার দিকে ওই এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়।
নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।