নির্বাচন পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করতে গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা ডেকেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন।
শনিবার সকাল ১০টায় দলটির কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৪ টায় সংবাদ সম্মেলন করবেন ড. কামাল হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর ও গণফোরাম নেতা লতিফুল বারী হামিম।
লতিফুল বারী হামিম বলেন, সকাল ১০টায় তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় নির্বাচন পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করা হবে।