Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিজিবি'র ডাক শুনে ব্যাগ ফেলে এই দৌড়ে ভারতে; অতপর...

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ০৪:২৪ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ০৪:২৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিত চেকিং’এর সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে ।

আজ শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার শিংনগর সীমান্তের তারাপুর মাঠ এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। ৫৩ বিজিবির উপঅধিনায়ক মেজর এখলাসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঐ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর পৌনে ৫টায় শিংনগর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৪/৫-১এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার তারাপুর মাঠ এলাকায় অভিযান চালায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিপির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারী একজন ব্যক্তি একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। ফেলে যাওয়া ব্যাগ বিজিবি সদস্যরা তল্লাশি করে উক্ত আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করে।

Bootstrap Image Preview